বেকার যুব সমাজের দোরগোড়ায় ওয়েল্ডিং শিক্ষা সেবা পৌঁছে দেবার লক্ষ্যে আমরা নিয়ে এসেছি ওয়েল্ডিং এর উপর মাস্টার কোর্স।
বাংলাদেশে আমরাই প্রথম অল্প খরচে আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং মাস্টার ও আধুনিক মেশিন দিয়ে ওয়েল্ডিংর যাবতীয় সকল কাজ শিখিয়ে থাকি। ভালো মানের কাজ শিখে আপনি দেশে ও দেশের বাহিরে কাজ করতে পারবেন ।
ARC 1G হতে 6G welding
MIG 1G হতে 3G welding
TIG 1G হতে 6G welding
সকল সুযোগ সুবিধা সমূহ :
প্রতিদিন হাতে কলমে ওয়েল্ডিং কাজ গুরুত্ব সহকারে প্রশিক্ষন দেওয়া হয়ে থাকে।
আমাদের সেন্টারে সিংগাপুর ফেরত অভিজ্ঞ মাস্টার।
যিনি দীর্ঘদিন সিংগাপুর অবস্থান করার পর এখন দেশে এসেছেন এবং আমাদের সেন্টারে ভালো মানের ওয়েল্ডিং মাস্টার এবং সকল কাজ খুব গুরুত্বের সাথে শিখিয়ে থাকেন।
প্রতিদিন সেফটি সহকারে ক্লাস করানো হয়।
প্রশিক্ষন শেষে অন- লাইন সাটিফিকেট প্রদান
করা হয়।
প্রশিক্ষন চলাকালীন থাকার সু ব্যবস্থা রয়েছে।
কিন্তু খাওয়া নিজের।
প্রশিক্ষনের মেয়াদ ৩ মাস।
তাই আর সময় নষ্ট না করে ওয়েল্ডিং শিখুন এবং একজন ভালো মানের ওয়েল্ডিং মাস্টার হিসেবে নিজেকে গড়ে তুলন।
প্রধান পরিচালক
সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার
কাশিয়ানী, গোপালগঞ্জ।